স্বতন্ত্র বেতন স্কেল দাবিতে জাবিতে কর্মবিরতি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট, কর্মবিরতি ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। নতুন কলাভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন। এতে উপস্থিত আছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাফরুহী ছাত্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
অবস্থান ধর্মঘটের সময় কয়েকজন শিক্ষক অবিলম্বে তাঁদের দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় সব শিক্ষককে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা।
জানতে চাইলে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, তাঁরা যৌক্তিক দাবি নিয়ে পথে নেমেছেন। আন্দোলনে সফলতা নিয়ে ঘরে ফিরবেন।