জেএসসি-পিইসি আবারও চালুর তথ্য সম্পূর্ণ মিথ্যা : শিক্ষা মন্ত্রণালয়
বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আবারও চালু হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানিয়েছে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
ওই পোস্টে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে, প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে আগের নিয়মে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’
এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্যও সবাইকে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।