শিক্ষাবৃত্তি দিল ঝিকুট ফাউন্ডেশন
ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইউএনও পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম এতে সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।
ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল জানান, এ বছর ঝিকুট ফাউন্ডেশন ৫৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। বৃত্তিতে প্রাইজবন্ড, সম্মাননাপত্র, ডায়েরি, সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আবজল হোসেন। সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, সিরাজদিখান প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম বাবুল, গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক আজমা চৌধুরী।
আরও উপস্থিত ছিছেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, ঢাকা ও মুন্সীগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ কলেজের প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দিন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক মো. ইজাজ খান, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোক্তার হোসেন, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে সচিবালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের।