এইচএসসি পরীক্ষা ২৫ জুলাই পর্যন্ত স্থগিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/18/hsc.jpg)
পরীক্ষার হলে শিক্ষার্থীরা। ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমার অস্থিরতার মধ্যে ২৫ জুলাই পর্যন্তএইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২১ জুলাই, ২৩ জুলাই এবং ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে, আগামী ২৮ জুলাই পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।