পাবিপ্রবির নতুন উপাচার্য ড. আব্দুল আওয়াল
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকেনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও আচার্য আগামী চার বছরের জন্য তাঁকে এ নিয়োগ দেন।
অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল উদ্ভিদ বিজ্ঞানে (সেল সিগন্যালিং এবং প্রোটিন বায়োকেমিস্ট্রি) পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে। ক্যাথলিক ইউনিভার্সিটি, লিউভেন, বেলজিয়াম থেকে মলিকুলার বায়োলজিতে মাস্টার্স এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি আফ্রিকান অঞ্চলজুড়ে দরিদ্র মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান অঞ্চলগুলোর জন্য সমন্বয়কারী হিসেবে কাজ করেছিলেন।
অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল ২০১৬ সাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হিসেবে কাজ করছেন। ২০০৫ সালে প্রভাষক হিসেবে ডিসিপ্লিনে যোগদান করেন। তিনি লাইফ সায়েন্স স্কুলের একাডেমিক কমিটির সদস্য এবং খান বাহাদুর আহসানউল্লাহ হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে অধ্যাপক ড. আব্দুল আওয়াল ফুলব্রাইট, কেমব্রিজ কমনওয়েলথ ট্রাস্ট, আইডিবি, ভিএলআইআর-ইউওএস এবং এআইবিএস ফেলোশিপের মতো বিভিন্ন মর্যাদাপূর্ণ বৃত্তি লাভ করেন। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা। তিনি তাঁর দায়িত্ব নিষ্টা ও সততার সঙ্গে পালন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা