নটর ডেম কলেজের পাসের হার ৯৯.৯৪ শতাংশ, জিপিএ-৫ পেলেন ২৬১৮ শিক্ষার্থী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/15/nttrddem_klej.jpg)
নটরডেম কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৯.৯৪ শতাংশ। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজ সূত্র জানায়, নটরডেম কলেজে এবারের পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৬৯জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। আর পাস করেছেন ৩ হাজার ২৬১ জন। পাশের হার ৯৯.৯৪ শতাংশ।
নটরডেম কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৬১৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৫২০ জন এবং পাশের হার ছিল ৯৯.৫৬ শতাংশ। সে হিসাবে এবার পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। গত বছরের তুলনায় এবার ৯৮জন জিপিএ-৫ বেড়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় ২ হাজার ৯৭জন পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪০জন, আর অকৃতকার্য হয়েছেন ৬ জন। বাণিজ্য বিভাগে পাস করেছেন ৭৫২ জন এবং অকৃতকার্য হয়েছেন ২জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৩৭৬ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছেন ৪১২জন এবং জিপিএ-৫ পেয়েছেন ২০২ জন।
এদিকে এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। যেখানে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও ফলাফল প্রকাশের কোনো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সব প্রথা বা রীতি ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যানরা ফল ঘোষণা করেন।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।