লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তার এবং শেখ হাসিনা সরকারের জুডিসিয়াল কিলিংয়ের বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা৷
গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্রদের নতুন হল, ট্রান্সপোর্ট, ছাত্রী হল ও শেখ মুজিবুর রহমান হলের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সন্ত্রাস করে একদল, শাহবাগি মবের দল’, ‘শাপলা হত্যার বিচার চাই, করতে হবে করতে হবে’, ‘ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘শাহবাগিদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘শাহবাগ সন্ত্রাস করে, ইন্টেরিম কি করে’, ‘শাহবাগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সুয়াইব হোসেন বলেন, ‘২০১৩ সালের শাহবাগ, ২০২৫ এ এসে প্রতিষ্ঠিত হতে দেবো না। বাংলাদেশের বুকে আর একটা জুডিসিয়াল কিলিং হতে দেবো না। আরেকটা শাহবাগ করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। কারা জুডিসিয়াল কিলিংয়ের রাস্তা তৈরি করেছিল, আমরা ভুলি নাই। এই সরকারকে বলতে চাই দ্রুত এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সাফায়েত মীর বলেন, ‘এই শাহবাগের উত্থান ইসলামবিদ্বেষ ও ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে। এই শাহবাগ আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত করেছে। জুলাই আন্দোলনের পর আমরা ভেবেছিলাম তারা শোধরাবে, কিন্তু তারা শোধরায়নি। এদেরকে আমরা রাজপথে মোকাবিলা করব। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। ২৪-এ জাহাঙ্গীরনগরের আন্দোলনকেও তারা বানচাল করতে চেয়েছিল। আমরা মারা যাই নাই, শহীদদের সঙ্গে শহীদ হই নাই। আমরা শহীদদের রেখে যাওয়া স্বপ্নকে ধারণ করে, ২৪ এর চেতনাকে ধারণ করে শাহবাগিদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব।’
কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আলি জাকি শাহরিয়ার বলেন, ‘আমরা জানি, কীভাবে এই শাহবাগ ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছে। আমরা জানি তারা কীভাবে ফ্যাসিস্টদের ভিত্তি হিসেবে কাজ করেছে। আমরা এটাও দেখেছি দেশে কীভাবে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমরা অবাক হই, ২৪ এর পরবর্তী সময়ে এসে কীভাবে এই লাকি আক্তার অবাধ বিচরণ করে বেড়ায়। আমরা শিক্ষার্থীসহ আপামর জনতা এই শাহবাগিদের বিচার চাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যতদিন না এই শাহবাগিদের মূলোৎপাটন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে।’
সমাপনী বক্তব্যে ৪৯তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আঞ্জুম শাহরিয়ার বলেন, ‘শাহবাগে জুডিসিয়াল কিলিং কায়েম করা হয়েছিল। আমাদের ভাইদেরকে তাজা রক্তে রঞ্জিত করা হয়েছিল। এই দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুনরায় কেউ যদি মব জাস্টিস ও জুডিসিয়াল কিলিং করতে চায়, ছাত্র-জনতা তা কঠোর হস্তে দমন করবে।’
গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।