পূর্বাচলে এসএসসি-২০০৮ ও এইচএসসি-২০১০ ব্যাচের মিলনমেলা

এসো মিলি প্রাণের টানে, বন্ধুত্বের আহ্বানে’-স্লোগানকে সামনে রেখে ঢাকার পূর্বাচলে এসএসসি-২০০৮ এবং এইচএসসি-২০১০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৮এপ্রিল) পূর্বাচল সি-শেল রিসোর্টে এ মিলনমেলা (জিটুজি ২০২৫ ঢাকা) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপহার ও ফুল দিয়ে বন্ধুদের বরণ করা হয়। মৃত বন্ধুদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে ফটোসেশন, খেলাধুলা, সংক্ষিপ্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়।
পরিচয় পর্ব, ফটোসেশন, খেলাধুলা, আড্ডা, আনন্দ, গান আর কবিতায় মেতে ওঠেন সবাই। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাতে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। সারা বাংলাদেশ থেকে প্রায় ১ হাজার ২০০ জন এতে অংশ নেন।
এসএসসি-২০০৮ ও এইচএসসি-২০১০ ব্যাচের হিরু আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন–রাজু আহমেদ শাওন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেনিন তাসনীন জোনাকি, বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েত হৃদয়, মহিউদ্দিন আহমেদ মুন প্রমুখ।