কুবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হবে রাতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) এবং ‘সি’ ইউনিটের (ব্যবসা শিক্ষা অনুষদ) ফলাফল আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১২টায় ওয়েবসাইটে প্রকাশ হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৭৭। এছাড়া ‘সি’ ইউনিটে পাসের হার ৬৯ দশমিক ৭৫ শতাংশ ও জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৮৮।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ও সি ইউনিটের রেজাল্ট আজ রাত ১২টার পর প্রকাশ হবে। পরীক্ষার্থীরা নিজ প্রোফাইলে লগইন করে রেজাল্ট দেখতে পারবেন।
গত শনিবার (১৯ এপ্রিল) ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্রে সাত হাজার ৬৪৬ জন পরীক্ষার্থী ও ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন।