জাকসু নির্বাচন
২৫টি পদে ১৭৯ প্রার্থী, পূর্ণাঙ্গ-আংশিক মিলিয়ে আটটি প্যানেল ঘোষণা

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মোট ২৫টি পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যেই বিভিন্ন সংগঠন পাঁচটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি, প্যানেলের বাইরে থেকেও স্বতন্ত্রভাবে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
দলীয় পূর্ণাঙ্গ প্যানেল
ছাত্রদল: সহ-সভাপতি পদে শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক পদে তানজিলা হোসাইন বৈশাখীর নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
ছাত্রশিবির: সমন্বিত শিক্ষার্থী জোটের ব্যানারে সহসভাপতি পদে আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাগছাস (শিক্ষার্থী ঐক্য ফোরাম): সহসভাপতি পদে আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামকে মনোনীত করেছে।
স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেল
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন: ভিপি পদে আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে শাকিল আলী।
অঙ্গীকার পরিষদ (মেঘ-নাজমুল): ভিপি পদে মো. মাহফুজুল ইসলাম মেঘ এবং যুগ্ম সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম।
বামপন্থী জোটের প্যানেল
সম্প্রীতির ঐক্য: ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), বিপ্লবী ছাত্রমৈত্রী, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনস ও সাংস্কৃতিক জোটের অংশবিশেষের সমন্বয়ে গঠিত। ভিপি পদে অমর্ত্য রায় জন এবং জিএস পদে শরণ এহসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংশপ্তক পর্ষদ: ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃত্বে গঠিত। জিএস পদে লড়ছেন ছাত্র ইউনিয়নের জাহিদুল ইসলাম ইমন।
ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) আংশিক প্যানেল: তিন সদস্যের এই প্যানেলে আছেন মো. সজিব আহম্মদ জেনিচ (সহ-সাধারণ সম্পাদক), রোকেয়া আমিন অনুসূয়া (কার্যকরী সদস্য নারী) এবং মো. সুমন হোসেন (কার্যকরী সদস্য পুরুষ)।
স্বতন্ত্র প্রার্থীরা
প্যানেলের বাইরে থেকেও বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর ফলে এবারের জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে আরও বৈচিত্র্যময় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।