ডাকসুর ভিপি পদে এগিয়ে সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে চার কেন্দ্রে অনুষ্ঠিত আটটি হলের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্রার্থী এসএম ফরহাদ।
কার্জন হল কেন্দ্রে অনুষ্ঠিত অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে শামসুন্নাহার হল, শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত জগন্নাথ হল, সলিমুল্লাহ হল ও জহুরুল হক হল এবং টিএসসি কেন্দ্রে অনুষ্ঠিত রোকেয়া হলের ঘোষিত ফলাফলে এই চিত্র দেখা যাচ্ছে।
এই আটটি হলে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ৬৫১৭ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩২৩০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ১৮০৮ ভোট।
হলগুলোতে জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৪৪৭১ ভোট। অন্যদিকে ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ২৩৪৭ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১১৬৮ ভোট পেয়েছেন।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে গড়ে প্রায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোট পড়েছে বিজয় একাত্তর হলে ৮৩ শতাংশ, জগন্নাথ হলে ৮৩ শতাংশ, মুহসীন হলে ৮৩ দশমিক ৫ শতাংশ, কার্জন হলে ৮০ শতাংশ, সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪ দশমিক ৪৬ শতাংশ, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ৮২ দশমিক ৮৩ শতাংশ, সূর্যসেন হলে ৮৭ দশমিক ৮৫ শতাংশ, জসিমউদ্দীন হলে ৭৮ শতাংশ, জিয়া হলে ৭৫ শতাংশ, শেখ মুজিব হলে ৮৬ দশমিক ৫৭ শতাংশ, উদয়ন স্কুলে ৮৫ শতাংশ, টিএসসিতে ৬৯ শতাংশ ও ল্যাবরেটরি স্কুলে ৬৩ দশমিক ২৫ শতাংশ।
এবারের ডাকসু নির্বাচনে ভোটাররা আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট প্রদান করেন। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন। সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র আটবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরধ্যে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।