চাকসু নির্বাচনে ব্রেইল ব্যালট নেই, বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের হতাশা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্রেইল পদ্ধতির ব্যালট না ছাপানোয় হতাশা প্রকাশ করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক প্রতিবন্ধী) ভোটাররা। এ কারণে তারা ভোট দিলেও সেই ভোট যথাযথ প্রার্থীর ব্যালটে পড়ছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
মোহাম্মদ আবুল কালাম নামের ২৪-২৫ সেশনের একজন ভোটার অভিযোগ করেছেন, তাদের ৭০ জন শারীরিক প্রতিবন্ধী ভোটার রয়েছেন। তাদের জন্য কেন্দ্র করা হয়েছে চাকসু ভবনের দ্বিতীয় তলায়। নির্বাচন কর্মকর্তাদের সহায়তায় তারা ভোট দিচ্ছেন। কিন্তু তারা যে প্রার্থীকে ভোট দিতে বলছেন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা সেই প্রার্থীর ব্যালটেই ভোট দিচ্ছেন কিনা, তা তারা নিশ্চিত হতে পারছেন না। তাছাড়া ব্যালট বক্সে ডাবল ব্যালট ঢুকিয়ে দেওয়ার শঙ্কাও রয়েছে।
আবুল কালাম আরও বলেন, ব্রেইল পদ্ধতির ব্যালট হলে তারা নিজ নিজ কেন্দ্রে নিজেরাই ভোট দিতে পারতেন এবং নিজেরাই ব্যালট বাক্সে ঢুকাতে পারতেন। এতে কোনো সন্দেহ-সংশয় থাকত না।
এই বিষয়ে নির্বাচন কমিশনার ড. আরিফুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।