এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। এ বছর কলেজটি থেকে মোট ৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগ থেকে এবং ৪ জন মানবিক বিভাগ থেকে ছিল।
কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর এই কলেজ থেকে ৫৭তম ব্যাচের ৪৬ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তারা সবাই জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২২ জন পরীক্ষার্থী গোল্ডেন জিপিএ লাভ করেছে।
মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এসএম ফয়সাল পিএসসি বলেন, ১৯৬৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকিতে এ ফলাফল। এই কৃতিত্ব ভবিষ্যতেও ক্যাডেট কলেজের গৌরব ও ঐতিহ্যকে সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।