বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবশেষে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখ ও কার্যক্রমগুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো—১৮ নভেম্বর আচরণবিধির প্রস্তাবনা সিন্ডিকেট সভাপতির কাছে পাঠানো হবে। ২২ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর ২৪ নভেম্বর দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। ২৬ নভেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২ ও ৩ ডিসেম্বর একই সময় মনোনয়নপত্র দাখিল গ্রহণ করা হবে। ৪ থেকে ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে। ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর ৮ ডিসেম্বর আপত্তি গ্রহণ হবে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ১৩ ডিসেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। সবশেষে ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদ আইন যুক্ত হয়। তবে এর মাঝে একটি জটিলতা সৃষ্টি হয়। ৪ নভেম্বর গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করায় ১১ নভেম্বর জরুরি সিন্ডিকেট সভায় নতুন কমিশন গঠন করা হয়েছিল।
তফসিল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এরপর মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীদের এই অবস্থানের পরই রাতে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এ কে জায়ীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়