চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ঘুরে বেড়ানো এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্টেশনসংলগ্ন এলাকায় মিনহাজ নামের ওই যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মিনহাজ ফটিকছড়ির আর এইচ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। তিনি নিজেকে অর্থনীতি বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে চলাফেরা করতেন। আটক করার সময় তার কাছ থেকে হাসপাতালের একটি আইডি কার্ড, ডা. শাহীন আক্তার চৌধুরীর শতাধিক স্বাক্ষরসহ প্রেসক্রিপশন এবং বিভিন্ন মেডিকেল টেস্টের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এছাড়া শিক্ষার্থী পরিচয়ে অর্থনীতি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের নানা কুরুচিপূর্ণ মন্তব্য পাঠাতেন বলে জানা গেছে। নারী শিক্ষার্থীদের নানা কুরুচিপূর্ণ মন্তব্য পাঠানোর বিষয়ে চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। ওই নারী শিক্ষার্থী বলেন, আমরা অনেক আগে থেকেই তার কথা শুনে আসছি। তিনি আমাদের বিভাগের অনেক মেয়েকে কুরুচিপূর্ণ মেসেজ পাঠান। তিনি আমাদের ব্যাচের শিক্ষার্থী বলে দাবি করে আসছিলেন। কিন্তু আমি যেহেতু ব্যাচের সিআর, তাই সবাইকে চিনি। ফলে আমি বুঝতে পেরেছি তিনি ভুয়া শিক্ষার্থী। আজকে তাকে আমরা হাতেনাতে ধরতে পেরেছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, সে ভুয়া শিক্ষার্থী এটা আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া তার কাছে আমরা একটি পরিচয়পত্র পেয়েছি, যেখানে সে একটি হাসপাতালে চাকরি করে দেখাচ্ছে।
হামিদ কানন আরও বলেন, ওই ভুয়া শিক্ষার্থী চবির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। আমরা আশঙ্কা করছি, সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসব কাজ করছে। আমরা তাকে নিরাপত্তা দপ্তরের কাছে প্রেরণ করেছি। বাকি সিদ্ধান্ত ওখান থেকে নেওয়া হবে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)