এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কৃতকার্য যারা
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত মোট স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
এতে আরও জানানো হয়, গত শুক্রবার দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে পুরুষ ৩১ হাজার ১২৮ জন এবং নারী ৫০ হাজার ৫১৪ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মোট ৫ হাজার ৬৪৫টি আসনের বিপরীতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে নারী ৩ হাজার ৬০৩ জন এবং পুরুষ ২ হাজার ৪২ জন। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫।
এছাড়া বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dgme.gov.bd-এ দেখা যাবে।
কৃতকার্য হয়েছেন যারা—

এনটিভি অনলাইন ডেস্ক