কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এখন আগ্রহী প্রার্থীরা ৩১ ডিসেম্বর (বুধবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, বন্ধের দিনও) আবেদন করতে পারবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এমনকি বন্ধের দিনেও আবেদন করা যাবে।
কোনো প্রার্থী যদি আবেদনপত্রে কোনো তথ্য সংশোধন করতে চান, তিনি ১ জানুয়ারি, ২০২৬ থেকে ৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অফিস খোলার সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট অফিসে যোগাযোগ করে পরিবর্তন করতে পারবেন।
পরীক্ষার স্থান, আসন বিন্যাস এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে যথাসময়ে জানা যাবে। অন্য সব শর্ত আগের বিজ্ঞপ্তির মতোই অপরিবর্তিত থাকবে।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে ইউনিট-ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখগুলো হলো :
‘এ’ ইউনিট : ৩০ জানুয়ারি ২০২৬, সকাল ১১টা, ‘বি’ ইউনিট : ৩১ জানুয়ারি ২০২৬, সকাল ১১টা, ‘সি’ ইউনিট : ৩১ জানুয়ারি ২০২৬, বিকেল ৩টা
ওয়েবসাইট : www.cou.ac.bd এবং ফেসবুক পেইজ : Comilla University Official

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়