হলি ক্রসের ৭৫ বছর
তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের উৎসব শুরু
দেশের নারীশিক্ষার অন্যতম অগ্রদূত প্রতিষ্ঠান ঢাকার হলি ক্রস গার্লস হাই স্কুল। স্কুলটির গৌরবময় পথচলার ৭৫ বছর পূর্তি সম্পন্ন হয়েছে। শিক্ষা, মানবতা, মূল্যবোধ ও সেবার আদর্শে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান প্লাটিনাম জুবিলি উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসবের আজ শুক্রবার (৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের প্রথম পর্ব শুরু হয়েছে।
এ অধিবেশনে স্কুলটির প্রাক্তন ছাত্রী, অভিভাবক, শিক্ষক, বিশিষ্ট অতিথিবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এনটিভি।
শুক্রবার সকাল ৯টায় প্রার্থনার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। এরপর হলি ক্রসের ইতিহাস-এর ম্যুরাল উদ্বোধন করা হয়।
এরপর বিদ্যালয় সংগীত, বিদ্যালয় প্রার্থনা, জুবলির প্রার্থনা, জাতীয় পতাকা ও বিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এতে স্বাগত বক্তব্য দেন- সিস্টার কল্পনা কস্তা, হেড মিস্ট্রেস, হলি ক্রস স্কুল। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত মহামান্য আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট রেনডল।

নিজস্ব প্রতিবেদক