মুন্সীগঞ্জের তিনটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ জেলার তিনটি নির্বাচনি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৩২ প্রার্থীর মধ্যে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। নানা ত্রুটি-বিচ্যুতির কারণে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপন। বৈধতা পেয়েছে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র।
আজ রোবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন দফায় তিনটি নির্বাচনি আসনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি।
মুন্সীগঞ্জ-১ আসনের ১১ প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির, সমর্থন ভোটার তালিকায় গরমিল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। জামিনদার ঋণ খেলাপি হওয়ার কারণে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়া বিএনএম প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নপত্রে স্থানীয় প্রস্তাবকারী না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদসহ আট প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মুন্সীগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে আয়কর রিটার্ন না থাকায় বিএনএফ প্রার্থী বাচ্চু শেখ ও মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলিসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
মুন্সীগঞ্জ-৩ আসনে ১১ প্রার্থীর মধ্যে আয়কর রিটার্ন না থাকায় বিএনএফের প্রার্থী মমতাজ সুলতানা আহম্মেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এ আসনে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও ফয়সাল বিপ্লবসহ ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।