মাদারীপুর-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে তলব
মাদারীপুর-৩ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমকে আদালতে তলব করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সশরীরে হাজির হয়ে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসা. তাহমিনা বেগমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন নৌকার মনোনীত প্রার্থী মো. আবদুস সোবহান গোলাপ। এ ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটি অভিযুক্ত স্বতন্ত্রপ্রার্থী মোসা. তাহমিনা বেগমকে নির্বাচনি অনুসন্ধান কমিটির আদালতে তলব করেছে।
অভিযোগকারী নৌকার প্রার্থী মো. আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
অভিযোগপত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম গত ২৯ নভেম্বর গাড়ি বহরসহ বহিরাগত ও তাঁর অনুসারিদের সঙ্গে নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টি, ঢোল বাদ্যযন্ত্র, বাঁশি বাজিয়ে ও খিচুরি ভোজন করে মনোনয়নপত্র জমা দিতে যান। কিন্তু উক্ত তারিখে তিনি জমা না দিয়ে নাটকীয় কায়দায় ফেরত নিয়ে পুনরায় পরের দিন ৩০ নভেম্বর সকালে মনোনয়নপত্র দাখিল করেন। যা নির্বাচনি আচরণবিধি ভঙ্গের শামিল।
পরবর্তী সময়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযুক্তকে আদালতে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলেন।
মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফ রশিদ খান জানান, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থীকে সশরীরে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে ইতোমধ্যেই।