দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/27/piem-1_1_0.jpg)
দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হলে পুঁজি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঘোষণা করা আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ‘শূন্য থেকে শুরু’ করা খাতের বিবরণ তুলে ধরা হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে, আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার জন্য পাঠ্যক্রমে দুর্নীতির কুফল ও দুর্নীতি রোধে করণীয় বিষয়ে অধ্যায় সংযোজন করা হবে।
আর্থিকখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অপরাধ দমনের ইশতেহারে আরও বলা হয়েছে, পুঁজি পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্র ও সমাজের সব স্তরে ঘুষ-দুর্নীতি উচ্ছেদ, অনুপার্জিত আয় রোধ, ঋণ-কর-বিল খেলাপি ও দুর্নীতিবাজদের বিচারব্যবস্থার মাধ্যমে শাস্তি প্রদান এবং তাদের অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।