নড়াইলে ভোট দিলেন নৌকার মাঝি মাশরাফী বিন মোর্ত্তজা
দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আজ রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে তার ভোট প্রদান করেন।
আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দলে দলে ভোটাররা ভোট দিতে আসেন। কেন্দ্রে কেন্দ্রে নারী ও পুরুষ ভোটার সারি দিয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের ব্যাপক তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বেলা ১১টার দিকে নড়াইল-২ আসনের নৌকার মাঝি মাশরাফী বিন মোর্ত্তজা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেন। ভোট প্রদান করে মাশরাফী বলেন, ‘ভোটার উপস্থিতি বেশ ভাল, ভোটাররা ভোট দিলে আমি নির্বাচিত হব।’
এদিকে, সকাল ১০টায় জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফয়েকুজ্জামান ফিরোজ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে বলেন, ‘ভোটার উপস্থিতি খুবই কম, যদি ভোটাররা ভোট দিতে আসে তবে লাঙ্গল জয়ী হবে।’
নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজাসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নড়াইল-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৭টি। নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন, নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন।