নিক্সন চৌধুরীর কাছে হ্যাটট্রিক পরাজয় কাজী জাফর উল্যাহর
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হ্যাটট্রিক পরাজয় হয়েছে কাজী জাফর উল্যাহর।
ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে ফরিদপুর-৪ আসনে মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে টানা তৃতীয়বার হারালেন নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহ। আর ফরিদপুর-৩ (সদর) আসনে বড় ব্যবধানের জয় পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন নৌকার শামীম হককে।
বেসরকারি ফলাফলে জানা গেছে, ফরিদপুর-৪ আসনে গত দুই বারের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ঈগল প্রতীকে ২৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট এক লাখ ৪৮ হাজার ৩৫। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহ পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৬৬ ভোট।
নির্বাচনের আগেই কাজী জাফর উল্যাহর উদ্দেশে নিক্সন চৌধুরী বলেছিলেন, ‘এলাকার উন্নয়ন করতে হলে নিক্সন চৌধুরীর বিকল্প নেই। জনগণ এবারও নির্বাচনে কাজী সাহেবকে লাল কার্ড দেখিয়ে বিদায় দেবে।’