নাটোরে সকালের দিকে ভোটার উপস্থিতি হাতে গোনা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চলছে ভোটগ্রহণ। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।
সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল হালিম। কেন্দ্রটিতে মোট ভোটার দুই হাজার ২৩৪ জন। ভোট শুরুর দেড় ঘণ্টায় ওই কেন্দ্রে ভোট পড়ে প্রায় দেড়শটি।
প্রিজাইডিং কর্মকর্তা আরও বলেন, বেলা বাড়লে বাড়তে পারে ভোটার উপস্থিতি। নাটোরের এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার মোট ১৩২টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। দুই উপজেলায় মোট ভোটার তিন লাখ ৫৪ হাজার ৮২৮ জন।