সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সাল ভিত্তিক 'সিনিয়র অফিসার (জেনারেল)' পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব মোঃ সাঈদুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সাল ভিত্তিক 'সিনিয়র অফিসার (জেনারেল)' এর ৭৭১টি পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।
সোনালী ব্যাংক (২৬৪টি), জনতা ব্যাংক (১৩৯টি), রূপালী ব্যাংক (২১১টি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (১১৩টি), বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (০৮টি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (৩০টি) ও কর্মসংস্থান ব্যাংক (০৬) এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪০৪ জন।
মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তবে ইতোপূর্বে ইস্যুকৃত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে