ভৈরবে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে রিমন হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে (৩২) গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মধ্য সালুয়ার বাসিন্দা। গতকাল শনিবার দিবাগত রাতে কক্সবাজার জেলার রামু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভৈরব রেলওয়ে পুলিশ জানায়, গত ১৪ আগস্ট ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি ঝোঁপ থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মধ্যসালুয়া গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে রিমনের রক্তাক্ত মরদে উদ্ধার করে পুলিশ। ঘটনার দুদিন পর নিহতের বাবা বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে বাবুল পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাবুলকে ভৈরব রেলওয়ে থানা পুলিশ কক্সবাজার জেলার রামু থানা এলাকায় অভিযান চালিয়া গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ জানান, রিমন হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে কক্সবাজার এলাকার রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।