আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ
নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও বড় ব্যবধানে হারের শঙ্কা জাগে। তবে সে অঘটন হয়নি।
আজ শুক্রবার হকির শক্তিশালী দলটির বিপক্ষে উল্টো প্রথম গোলটি পায় লাল-সবুজরাই। কিন্তু এগিয়ে যাওয়ার ব্যবধান শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যায় স্বাগতিকরা।
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে গত ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
কিন্তু ভারতের ম্যাচের তুলনায় এই ম্যাচে খুব লড়াই করেছেন আশরাফুলরা। ফলাফলেও তার ছাপ স্পষ্ট।
মওলানা ভাসানী স্টেডিয়ামে এদিন ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় বাংলাদেশ। আরশাদ হোসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সোহানুর রহমান সোহানের হিটে ডাইভিং ফ্লিকে গোল করেন আরশাদ হোসেন।
এরপর টানা তিন গোল করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। প্রথমে ১৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার জাং জংহিয়ুন গোল করে সমতা আনেন। এরপর ৪৮ মিনিটে ব্যবধান ২-১ করেন জি উ চিয়ন। ৫৪ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন পার্ক চিয়োলন।
টানা তিন গোল খেলে মনে হচ্ছিল, বাংলাদেশ বড় ব্যবধানেই হারবে। তবে না, শেষ দিকে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে দেয় বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে দারুণ গোল করেন বাংলাদেশ স্পোর্টিংয়ের ইমন। ফলে হারলেও ৩-২ গোল ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে পারে বাংলাদেশ।
এর আগে দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের লড়াই থামিয়ে জিতেছে ভারত। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। দলের হয়ে জোড়া গোল করেছেন হারমানপ্রীত সিং। এক গোল করেছেন আকাশদীপ। আর পাকস্তানের হয়ে একমাত্র গোল করেছেন মানজুর জুনায়েদ।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে ভারত। এরপর টানা দুই ম্যাচে জয় তুলে ফাইনালের পথে এগিয়ে গেল মানপ্রীতের দল।