এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নয়, আরও এক সপ্তাহ পর্যবেক্ষণ
দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। আরও এক সপ্তাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটির রোববার রাতে বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ কোভিড নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কমিটির একাধিক সদস্যের উপস্থিতিতে রোববার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং করোনা নিয়ন্ত্রণে পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ হচ্ছে না। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আরও এক সপ্তাহ। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’
করোনা নিয়ন্ত্রণে অন্যান্য বিধিনিষেধ জারি করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘বৈঠকের আনুষঙ্গিক অনেক বিষয়েই আলোচনা হয়েছে। বিধিনিষেধ এলেও তা জানিয়ে দেওয়া হবে।’
জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ বৈঠকের বিষয়ে আজ সোমবার ১১টায় সময় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে রোববার বিকেলে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ ফের বেড়ে যাওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে—এমন গুজবে কান দেবেন না। শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম জোরেশোরে চলছে। সবাইকে টিকার আওতায় নিয়ে এসে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়, সে চেষ্টাই করছি আমরা। তবে এটাও ঠিক, যদি মনে হয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়বে, তখন আমরা বন্ধ করে দেব হয়তো।’
সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।