চুয়াডাঙ্গায় দুর্বৃত্তরা কেটে ফেলেছে ২৬টি কমলাগাছ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/15/chuadanga.jpg)
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তরা কমলা বাগানের ২৬টি গাছ কেটে ফেলেছে। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা পৌরসভার ভিমরুল্লাহ এলাকায় দুর্বৃত্তরা একটি দার্জিলিং জাতের কমলা বাগানে ঢুকে ২৬টি ফলবতী গাছ কেটে ফেলেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে।
বাগানের মালিক স্থানীয় রাশিক হ্যাচারি লিমিটেড। এর প্রজেক্ট ইনচার্জ সাইদুর রহমান শহিদ বলেন, ‘আজ শনিবার সকালে একজন নিরাপত্তা রক্ষীর কাছে বিষয়টি প্রথম জানতে পারি। এরপর বাগানে গিয়ে ২৬টি গাছ কাটা অবস্থায় দেখতে পাই। যা কোম্পানির মালিককে জানানো হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশকে জানানোর প্রস্তুতি চলছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।