চেক জালিয়াতির মামলায় সাভার পৌর মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
চেক জালিয়াতির মামলায় সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহিমা খাতুনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ছোট বলিমেহের নামক স্থানে সাভার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা বাশারের বাসা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বর্তমানে রাহিমা খাতুন থানার হাজতখানায় রয়েছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এর আগে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থদের মধ্যে আশ্রয়ণের ঘর দেওয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাহিমার স্বামী আল আমিনকে গ্রেপ্তার করেছিল সাভার মডেল থানা পুলিশ।