ইংল্যান্ডকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত
গেল আসরের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল ভারতের যুবারা। তবে এই আসরের ফাইনালে আর ভুল করেনি। প্রতিপক্ষ ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
অ্যান্টিগায় গতকাল শনিবার রাতে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। এই নিয়ে যুব বিশ্বকাপে পঞ্চমবারে শিরোপা জিতল ভারতীয়রা। এর আগে মোহাম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বি’শ এর অধীনে জিতেছিল চারটি বিশ্বকাপ।
এবারের ফাইনাল জয়ে বড় ভূমিকা রেখেছেন রাজ বাওয়া। বল হাতে তিনি ৩১ রানে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ৩৫ রানের ইনিংস। ফলে ফাইনালের ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রাজ।
ফাইনাল মঞ্চে আগে ব্যাট করতে নেমে ভারতের বোলিংয়ের সামনে ১৮৯ রানে থেমে যায় ইংল্যান্ডের যুবারা। যদিও আরো কমে থেমে যেতে পারতো দলটি। কারণ বাওয়া ও রবি কুমারের বোলিংয়ে মাত্র ৯১ রানেই সাত উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা।
সেখান থেকে দলকে উদ্ধার করেন জেমস রুর। চরম বিপদে পড়া দলকে উদ্ধার করতে তিনি খেলেন ৯৫ রানের ইনিংস। তাঁকে দারুণ সঙ্গ দেন স্যালেস। ৯৩ রানের এই জুটিতে মোটামুটি লড়াইয়ের সংগ্রহ পায় ইংলিশরা।
তবে এই সংগ্রহ নিয়েও ভারতের সামনে পারল না ইংল্যান্ড। ১৯০ রান তাড়া করতে নেমে শেখ রশিদ ও নিশান্ত সিন্ধুর ফিফটি পর রাজ বাওয়ার ৩৫ রানের ইনিংসে ১৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৫ ওভারে ১৮৯ (টমাস ২৭, বেথেল ২, প্রেস্ট ০, রু ৯৫, লাক্সটন ৪, বেল ০, রেহান ১০, হর্টন ১০, স্যালেস ৩৪*, এস্পিনওয়াল ০, বয়ডেন ১; হাঙ্গারগেকার ৭-১-৩৬-০, রবি ৯-১-৩৪-৪, বাওয়া ৯.৫-১-৩১-৫, সিন্ধু ৬-১-১৯-০, অস্তওয়াল ৬-০-৩১-০, তাম্বে ৫-০-২৯-১, রঘুভানশি ২-০-৮-০)।
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.৪ ওভারে ১৯৫/৬ (রঘুভানশি ০, হারনুর ২১, রশিদ ৫০, ধুল ১৭, সিন্ধু ৫০, বাওয়া ৩৫, তাম্বে ১, বানা ১৩*; বয়ডেন ৭-১-২৪-২, স্যালেস ৭.৪-০-৫১-২, প্রেস্ট ১০-১-২৯-০, রেহান ১০-২-৩২-০, এস্পিনওয়াল ৯-০-৪২-২, বেথেল ৪-০-১৭-০)।
ফল: ৪ উইকেটে জয়ী ভারত অনূর্ধ্ব-১৯ দল।
ম্যান অব দ্য ম্যাচ: রাজ বাওয়া।