দুর্বৃত্তদের হামলায় উপজেলা চেয়ারম্যান আহত
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যান মাহফুজ আলম লিটন সরদার দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। লিটন সরদার জানিয়েছেন, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাবতলি বাজারের মোড়ে তাঁর ওপর হামলা হয়।
আহত অবস্থায় মাহফুজ আলম লিটনকে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লিটনের অভিযোগ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের নির্দেশে তাঁর লোকজন এ হামলার চালিয়েছে। লিটনের এ অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য পংকজ নাথ।
উপজেলা চেয়ারম্যান মাহফুজ আলম লিটন সরদার বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আমার বাড়ি থেকে বের হয়ে গাবতলী বাজারে আমিনুল ইসলামের চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিতে হামলা করে। তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করেছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
লিটন সরদারের অভিযোগ—গত বছরের ১৬ ডিসেম্বর থেকে তাঁর ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘সে ধারাবাহিকতায় রোববার আবারও হামলা হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিরোধ নিয়ে এমপি’র লোকেরা আবার আমার ওপর হামলা চালাচ্ছে।’
অপরদিকে, অভিযোগ অস্বীকার করে হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। সারা দিন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম। যে কারণে মেহেন্দিগঞ্জে কী হয়েছে, সে বিষয়ে আমার জানা নেই। থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং স্থানীয় নেতৃবৃন্দ এ বিষয়ে ভালো বলতে পারবেন।’
হামলার বিষয়ে মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘শুনেছি বাজারে ক্রিকেট খেলা নিয়ে একটু ঝামেলা হয়েছে। সেখানে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে স্থানীয় লোকজনের ঝামেলা হয়। তবে, সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। একটু কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। অবশ্য এখন পর্যন্ত ওই ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।’
স্থানীয় সাংসদের লোকজন হামলা করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে ওসি সাজ্জাদ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ না পেলে কারা হামলা করেছে, তা বলা সম্ভব নয়। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’