রাজশাহীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
রাজশাহী নগরীর নিউমার্কেট গেটের সামনের ফুটপাতে দোকান বসানোর জায়গা দখলকে কেন্দ্র করে তাঁতি লীগ পরিচয়দানকারী কয়েক ব্যক্তির ছুরিকাঘাতে রিয়াজুল ইসলাম (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন নিহত ব্যবসায়ী রিয়াজুলের ভাই রিংকু (২০)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রিয়াজুল ও তার ভাই রিংকুর বাড়ি নিউমার্কেট সংলগ্ন ষষ্ঠীতলা এলাকায়। তাদের বাবার নাম মধু মিয়া। নিউমার্কেটের গেটে ফুটপাতে তাদের স্যান্ডেলের দোকান রয়েছে। নিহত রিয়াজুলের বুকের বাম পাশে এবং রিংকুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিউমার্কেটের সামনের ফুটপাতে দীর্ঘদিন ধরে স্যান্ডেলের দোকান করে আসছিলেন রিয়াজুল ও তার ভাই রিংকু। আজ সন্ধ্যায় স্থানীয় রনি ও নাঈম নামের দুই যুবক নিজেদের তাঁতিলীগের কর্মী পরিচয় দিয়ে স্যান্ডেল দোকান তুলে নিতে নির্দেশ দেয় রিয়াজুলকে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
ওসি বলেন, রাত ৯টার দিকে রনি ও নাঈম কয়েকজনকে সঙ্গে করে নিয়ে গিয়ে রিয়াজুলকে ছুরিকাঘাত করে। এ সময় রিংকু এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন। আর রিংকুকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পর থেকে নগরীর ষষ্ঠীতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ফুটপাত দখলের চেষ্টাকারীরা আওয়ামী লীগের অঙ্গসংগঠন তাঁতি লীগের সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।