শেখ হাসিনা বিশ্বের নন্দিত নেতা : স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতাই নন, তিনি বিশ্বের নন্দিত নেতা। কখনো তাকে মাদার অব হিউমিনিটি, কখনো স্টার অব ইস্ট বলা হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়া আদর্শ স্কুল মাঠে আয়োজিত পটিয়া উৎসবের তিন দিনব্যাপী মুজিব জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ মন্তব্য করেন।
আয়োজক কমিটির চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পরিষদের সদস্য সচিব আ ক ম শামসুজ্জামান চৌধুরী ও রাশেদ রউফ।
এর আগে জাতীয় পতাকা, বেলুন ও কবুতর উড়িয়ে তিন দিনব্যাপী পটিয়া উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দিনের অনুষ্ঠানে পটিয়ার ৩২ জন রত্নের হাতে স্বর্ণপদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, সেজন্য আমাদের দুর্বার গতি। কেউ সামনে এসে এ গতি রুখতে পারবে না। সারা বিশ্বে নানা ধরনের উপাধিতে ঘোষিত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নেতার নেতৃত্বে চলছে বাংলাদেশ। আর সেটিই হলো ভিশনারি নেতৃত্ব।