শাহজালালে দুই উড়োজাহাজের সংঘর্ষ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের সংঘর্ষ পরিকল্পিত নাশকতা নাকি দুর্ঘটনা, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
রোববার দুপুরে বিমানবন্দরের হ্যাঙারে নেওয়ার সময় বিমানের বোয়িং-৭৭৭ ও বোয়িং-৭৩৭ উড়োজাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়। পরে বিমান দুটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো অবস্থায় হ্যাঙারে রাখা হয়েছে। বোয়িং-৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র্যাডম নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭ উড়োজাহাজের পেছনের অংশের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।
ক্ষতিগ্রস্ত বিমান দুটি পরিদর্শনে গিয়ে আজ সোমবার বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ক্ষোভ প্রকাশ করেন।
বিমান কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে। উড়োজাহাজ দুটি মেরামত সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ নিতে বিমানের পক্ষ থেকে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।