স্বামীর জন্য সইলেন খেজুরকাঁটার নির্যাতন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/06/photo-1452096676.jpg)
বিরোধপূর্ণ জমিতে কাজ করছিলেন এক কৃষক। এই অপরাধে তাঁকে ধাওয়া দেয় প্রতিপক্ষের লোকজন। চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে বের হন স্ত্রী। প্রতিপক্ষের লোকজন স্বামীকে না পেয়ে তাঁর স্ত্রীকে খেজুরকাঁটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম নির্যাতন করেছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পূর্ণঘরদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূ আঞ্জুয়ারা বেগমকে (৪৪) আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা হাসপাতাল ও আহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে পূর্ণঘরদীঘি গ্রামের কৃষক মোহাদ্দেস আলী তাঁর নিজ বাড়ির নিকটবর্তী একটি পুকুরের পাশের বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করছিলেন। ওই সময় প্রতিপক্ষ পাশের নওগাঁ জেলার নদীরকূল গ্রামের ফিরোজ হোসেনের নেতৃত্বে আট-দশজন ব্যক্তি অতর্কিত মোহাদ্দেস আলীকে ধাওয়া দেন। ওই সময় চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম সেখানে ছুটে গেলে প্রতিপক্ষের লোকেরা মোহাদ্দেস আলীকে না পেয়ে তাঁকে আটক করে এবং খেজুরকাঁটা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করে। আঞ্জুয়ারার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে গেলে প্রতিপক্ষের লোকেরা পালিয়ে যায়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়।
ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ কে এম মাহবুব আলম এনটিভি অনলাইনকে জানান, ওই গৃহবধূর শরীরে খেজুরকাঁটার অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ব্যাপারে সন্ধ্যায় আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এনটিভি অনলাইনকে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ হাসপাতালে গিয়ে ভিকটিমকে দেখেও এসেছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।