রাজধানীর কামরাঙ্গীরচরে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মৃত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরেকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে তাঁরও মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন— খাদ্যের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে কী ধরনের তা নিশ্চিত করতে পারেননি। তাঁদের মৃত্যুর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় আজ বুধবার বিকেলে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত দুই ব্যক্তি হলেন—মো. মেরাজ (২০) ও মো. রুবেল (১৯)। মেরাজ লালবাগ একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন।
অনিরুদ্ধ রায় বলেন, ‘আজ সকালে ৯৯৯ থেকে কল পেয়ে আমি বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, রুবেল (১৯) নামে এক যুবক ঘটনাস্থলেই মৃত অবস্থায় পড়ে আছেন। মেরাজ অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। এলাকার লোকজনের সহযোগিতায় মেরাজকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
অনিরুদ্ধ রায় বলেন, ‘মেরাজের মৃত্যু সনদে চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে আননোন পয়জনের কথা উল্লেখ করেছেন। কিন্তু, এ পয়জন বা বিষ তাঁদেরকে কেউ খাইয়েছে, না কি তাঁরা নিজেরা খেয়েছেন, তা জানা যায়নি। এমনকি, মেরাজ ও রুবেলের সম্পর্ক কী, তা জানার চেষ্টা চলেছে।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘গতকাল মঙ্গলবার মেরাজের মা-বাবা নিজ জেলা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গ্রামের বাড়ি গেলে রাতে মেরাজ ও রুবেল বাসায় ছিলেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’