ফাইনালে প্রতিশোধের মন্ত্রে হাঁটছে না লিভারপুল
চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকেট নিশ্চিত হওয়ার পর প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকেই চেয়েছিলেন মোহাম্মদ সালাহ। লিভারপুল তারকার চাওয়া সত্যি হয়েছে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠে সালাহকে খুশি করে দিয়েছে রিয়াল।
পুরোনো প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে সালাহও দিয়েছিলেন প্রতিশোধের হুঙ্কার। রিয়ালের ফাইনালে ওঠার রাতেই ছোট্ট একটি লাইনে বুঝিয়ে দিয়েছিলেন পুরোনো হিসাব মেটানো এখনো বাকি!
কিন্তু দিন গড়াতে সূর বদলেছে লিভারপুলের। দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ প্রতিশোধের মন্ত্রে হাঁটছেন না। মহাগুরুত্বপূর্ণ এই ফাইনাল জিততে পারলে মৌসুমটা অসাধারণ হবে বলে মনে করেন লিভারপুল কোচ।
২০১৮ সালের ফাইনালে এ রিয়ালের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল লিভারপুলের। ওই ফাইনালে জিনেদিন জিদানের অধীনে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্প্যানিশ ক্লাবটি। আর প্রতিপক্ষের খেলোয়াড়ের বাজে ফাউলে চোট পান সালাহ। সেদিন চোখের জলে মাঠ ছাড়তে হয় মিশর তারকাকে। তাই এবার সে প্রতিশোধটা নিতে চান লিভারপুল ফরোয়ার্ড।
তবে লড়াইয়ের দুদিন আগে ক্লপ জানালেন, প্রতিশোধে বিশ্বাসী নন তিনি। মার্কার প্রতিবেদন অনুসারে ক্লপ বলেন, ‘আমি প্রতিশোধে বিশ্বাস করি না। এ ছাড়া প্রতিশোধের কথা বলাটা ভালো আইডিয়া হবে বলে আমি মনে করি না। তবে আমি জানি, সালাহ কেন এই কথাটা বলেছে। কারণ সেই (২০১৮ সালের ফাইনাল) রাতটি খুব আবেগের রাত ছিল। ওর (সালাহ) জন্য ও দলের বাকিদের জন্য রাতটি কঠিন ছিল।’
এ ছাড়া লিভারপুল কোচ বলেন, ‘আমরা যদি চ্যাম্পিয়নস লিগ জিততে পারি তাহলে এই মৌসুমটি আমাদের কাছে হবে অসাধারণ। আর যদি দূর্ভাগ্যজনকভাবে আমরা শিরোপা নাও জিততে পারি তাহলেও এটা আমাদের জন্য একটি ভালো মৌসুম হয়েই থাকবে।’