সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনিতে ৬০ বছর বয়সী এক চিংড়িঘের ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শ্রীউলা সড়কের সরকার পুকুরপাড়ের একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ঘের ব্যবসায়ীর নাম সালাম সরদার। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করছেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
জানা গেছে, সালাম সরদার শ্রীউলা গ্রামের ছোরমান সরদারের ছেলে। বর্তমানে তিনি কালিগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামে বসবাস করতেন। সেখান থেকে রোজই শ্রীউলায় এসে নিজের চিংড়িঘের দেখাশোনা করতেন।
সালাম সরদারের ভাই বাবু সরদার জানান, তাঁর ভাইয়ের মরদেহটি একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন। তবে তার পা দুটি মাটিতেই লাগানো ছিল।
বাবু সরদার অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে সন্ত্রাসীরা হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে বলে আমরা ধারণা করছি।’
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘এই মৃত্যু রহস্যজনক। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’