হলুদ কচ্ছপ ভবিষ্যদ্বাণী করেছে কে জিতবে চ্যাম্পিয়নস লিগ?
ত্রিশ বছর বয়সী একটি হলুদ কচ্ছপ, যেটি পনেরো বছর আগে কেম্যান দ্বীপপুঞ্জ থেকে বেনালমাডেনার (মালাগা) সি লাইফ অ্যাকোয়ারিয়ামে নেওয়া হয়। এই কচ্ছপ ভবিষ্যদ্বাণী করে লিভারপুল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতবে।
মার্কার খবরে জানা গেছে, প্রায় দুই মিটার দূরে দুটি পাত্র রাখা হয়, এর প্রতিটিতে একটি ব্রোকলি পাতা রাখা হয়। পাত্র দুটির একটি রিয়াল মাদ্রিদের ও অন্যটি লিভারপুলের। কচ্ছপটি যে পুকুরে থাকে সেখানে রাখা হয় দুটি পাত্র। হলুদ কচ্ছপটি বাঁদিকে যায় ইংলিশ দলটির দিকে।
যেমন দ্য পল অক্টোপাস, ২০১০ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়সহ সেই বিশ্বকাপের আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে খ্যাতি অর্জন করেছিল।
সী লাইফ বেনালমাডেনার বিপণন পরিচালক মারিয়া মোরোন্ডো উল্লেখ করেন, হলুদ কচ্ছপটির ওজন ১০০ কিলোগ্রাম। এটি "জুরাসিক টানেলের তারকা"। অনেক দর্শক তার সম্পর্কে জিজ্ঞাসা করে, তারা আশা করে যেন এই ভবিষ্যদ্বাণী মিথ্যা হয়। যাতে কার্লো আনচেলত্তির নেতৃত্বে স্প্যানিশ দল শিরোপা জেতে।
২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল আবার মুখোমুখি হয়েছিল। স্প্যানিশ দলটি সেবার গ্যারেথ বেলের দুটি এবং করিম বেনজেমার একটি গোলে ৩-১ গোলে জিতে ছিল। লিভারপুলের পক্ষে একটি গোল করেছিলেন সাদিও মানে।