খেলোয়াড়দের চোট নিয়ে যা বললেন লিভারপুল কোচ
লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা ও ফ্যাবিনহো রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার জন্য প্যারিসে রয়েছেন। প্রিমিয়ার লিগের ক্লাবটি খবরটি নিশ্চিত করেছে।
আজ শনিবার ফাইনালে প্যারিসে রিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। তারা মৌসুমের তৃতীয় ট্রফি জয়ে আশাবাদী। এর আগে তারা লিগ কাপ ও এফএ কাপের শিরোপা জিতেছে।
গত রোববার শেষ লিগের ম্যাচে লিভারপুল দারুণ জয় পেয়েছে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে তারা। সে ম্যাচের প্রথমার্ধে পেশিতে চোট পেয়ে মাঠ ছেড়ে যান থিয়াগো। তিনি আবার অনুশীলন শুরু করেছেন।
১০ মে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে জেতা ম্যাচে ফ্যাবিনহো চোট পান। তিনিও অনুশীলন করছেন।
লিভারপুলের ম্যানেজার জুরগেন ক্লপ জানিয়েছেন, চোটে আক্রান্ত দুই ফুটবলার মাঠে ফিরতে প্রস্তুত।
এদিকে লিভারপুল ছয়বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে। আর রিয়াল জিতেছে ১৩টি শিরোপা।
ইউরোপিয়ান কাপে দুই দল আটবার মুখোমুখি হয়েছে। রিয়াল চারবার এবং লিভারপুল তিনবার জিতেছে।