মোংলায় পুড়ে গেছে জুতাদোকানির বসতঘর, পাশে দাঁড়ালেন ইউএনও
মোংলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এক জুতাদোকানির বসতঘর। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহায়তার আশ্বাস দেন।
মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গিয়াসউদ্দিন সড়কের বাসিন্দা শহরের জুতা দোকানি মোহাম্মদ আলী শেখের (৫৫) বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে শুধু জুতাদোকানির ঘরেরই ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে তার লাখখানেক টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।
স্টেশন ইনচার্জ আরও বলেন, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত। গৃহিণী চুলায় রান্না বসিয়ে বাইরে অন্য কাজে যান। সেখান থেকে ফিরে আসতে আসতে চুলার আগুন রান্নাঘর থেকে ছড়িয়ে পড়ে। একটি টিনের ঘরের মধ্যেই রান্না, খাওয়া ও থাকার জায়গা ওই জুতা দোকানির। সব মিলিয়ে লাখখানেক টাকার মালামাল পুড়ে গেছে পরিবারটির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘরমালিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন প্রয়োজনীয় খাদ্য সহায়তা এবং পরবর্তী সময়ে ঘর সংস্কারে ঢেউ টিন দেওয়া হবে।