রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক মৌসুম থাকছেন লুকা মদ্রিচ
শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন লুকা মদ্রিচ। আগামী মৌসুমের জন্য স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। যিনি কার্লো আনচেলত্তির অধীনে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচের সঙ্গে ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’
মদ্রিচ ২০১২ সালে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৪৩৬টি ম্যাচ খেলেন। পাঁচবার চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি লা লিগা শিরোপা জিতেছেন।
অবশ্য রিয়াল কোচ আনচেলত্তি গত এপ্রিলে বলেছিলেন, ‘মদ্রিচ রিয়াল মাদ্রিদের সঙ্গে তার ক্যারিয়ার শেষ হতে চলছে। আমি জানি না কবে, তবে এটা সবার ধারণা। ক্লাব বা ম্যানেজমেন্ট তার চুক্তির মেয়াদ বাড়াতে চায় না, এটা পরিষ্কার।’
মদ্রিচ রিয়ালের হয়ে দারুণ ফুটবল খেলে ২০১৮ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জিতেছিলেন। সেবার রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া দারুণ ফুটবল খেলে।