মদ্রিচকে পেতে লোভনীয় প্রস্তাব সৌদির
বিশ্বের জনপ্রিয় সব ফুটবল লিগকে ছাড়িয়ে যেতে পারে সৌদি প্রো লিগ। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে সৌদি আরবের ক্লাবগুলো। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি আল নাসেরকে দিয়েছে ভিন্ন মাত্রা। সেই কারণেই দেশটির অন্য ক্লাবগুলোও লিওনেল মেসি, করিম বেনজেমা ও লুকা মদ্রিচদের মতো তারকাদের দলে ভেড়াতে লোভনীয় সব প্রস্তাব দিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (১ জুন) ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মদ্রিচকে সৌদি আরবের একটি ক্লাব প্রস্তাব দিয়েছে তিন বছরে ১২০ মিলিয়ন ইউরোর। যদিও এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মদ্রিচ। সৌদি আরবের কোন ক্লাব তাকে এমন প্রস্তাব দিয়েছে, সেই বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।
রিয়ালের সঙ্গে ক্রোয়াট এই মিডফিল্ডারের চুক্তি শেষ হচ্ছে চলতি জুনেই। এখনও তিনি চুক্তি বাড়ানোর ব্যাপারে সম্মত হননি। সেক্ষেত্রে মদ্রিচের রিয়াল ছাড়ার জোর সম্ভাবনা রয়েছে।
মদ্রিচের সঙ্গে রিয়াল মাদ্রিদের নতুন চুক্তি হওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব আসায়, ইউ-টার্ন নিতে পারেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। জানা গেছে, রিয়াল ছাড়ার ব্যাপারে মদ্রিচ ইতোমধ্যে ইঙ্গিত দিয়ে রেখেছেন।
২০৩০ এ বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। ওই বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বীকৃতি আদায়ে সৌদি কর্তৃপক্ষকে সহায়তা দিতে পারে রোনালদো, মেসির পাশাপাশি বেনজেমা ও মদ্রিচদের উপস্থিতি। তাদের সঙ্গে শুভেচ্ছাদূতের চুক্তিও করতে পারে আরব দেশটি।