বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে মদ্রিচের ক্রোয়েশিয়া
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর মূলপর্বে খেলা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ শনিবার (১৫ নভেম্বর) ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে লুকা মদ্রিচরা। তাতে ‘এল’ গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে ক্রোয়াটরা।
ফারো আইল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ড্র করলেই মূলপর্বে যাওয়া নিশ্চিত হতো ক্রোয়েশিয়ার। তবে দাপট দেখিয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। ইংল্যান্ড ও ফ্রান্সের পর ইউরোপ থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে গেল ক্রোয়েশিয়া। সবমিলিয়ে ৩০তম দল হিসেবে তারা বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে তারা।
ঘরের মাঠ স্টেডিওন রিজেকায় শুরু থেকেই আধিপত্য ছিল ক্রোয়াটদের। ২০২৮ বিশ্বকাপের রানার্সআপরা অবশ্য পিছিয়ে পড়ে ১৬ মিনিটে। গিজা ডেভিড তুরির গোলে লিড নেয় ফারো আইল্যান্ড। পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২৩তম মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইয়োশকো গাভারদিওল সমতাসূচক গোল করেন। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতির পরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ক্রোয়েশিয়া। ৫৭তম মিনিটে পিটার মুসার গোলে লিড নেয় স্বাগতিকরা। ৭০তম মিনিটে দূরের পোস্টে ক্রস করেন ইভান পারিসিচ। তার সেই বল থেকে ভলি শটে জাল খুঁজে নেন নিকোলা ভ্লাসিচ।
পুরো ম্যাচে তারা ৭৩ শতাংশ বল দখলে রাখে ক্রোয়েশিয়া। ১৮টি শট নেয়, এরমধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে ফারো আইসল্যান্ড নেয় ৬টি শট, যার ৪টি ছিল লক্ষ্যে।
ইউরোপীয় বাছাইপর্বে গ্রুপ ‘এল’-এ আগে থেকেই শীর্ষে ছিল ক্রোয়েশিয়া। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্র নিয়ে তাদের পয়েন্ট ১৯। চেক প্রজাতন্ত্র আছে দ্বিতীয় স্থানে ১৩ পয়েন্ট নিয়ে। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফারো আইসল্যান্ড।

স্পোর্টস ডেস্ক