জাতীয় দলে প্রথম লাল কার্ডে বিপাকে রোনালদো
ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ের রাতে বড় বিপদের মুখে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও'শিকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেন পর্তুগিজ সুপারস্টার। ২২৬ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় দলের হয়ে লাল কার্ড দেখলেন সিআরসেভেন। তার দলও পারেনি জিততে। ম্যাচ হেরেছে ২-০ ব্যবধানে।
আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে রোনালদো জানিয়েছিলেন, তিনি ভালো ছেলে হয়ে থাকতে চান। কিন্তু, ম্যাচের ৬০ মিনিটে নিজের প্রতিশ্রুতিই যেন ভাঙলেন তিনি। ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধে। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখালেও, পরে ভিডিও রিভিউতে তা সরাসরি লাল কার্ডে উন্নীত হয়। দেখা যায়, রোনালদো ঘুরে দাঁড়িয়ে ও'শির পিঠে তার ডান কনুই দিয়ে আঘাত করেছেন।
মাঠ ছাড়ার সময় আইরিশ সমর্থকরা তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা করলে, রোনালদো ঠোঁটে একটি ব্যঙ্গের হাসি নিয়ে হেঁটে যান। এরপর তিনি দর্শকদের দিকে তাকিয়ে হাততালি দেন এবং দুটি বুড়ো আঙুল উপরে তুলে এক প্রকার বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি করেন।
এই ঘটনার পর ৪০ বছর বয়সী রোনালদোর ওপর এখন বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এমনকি পর্তুগাল যদি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে, তবে এই নিষেধাজ্ঞার কারণে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচটি মিস করতে পারেন।
নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখানোর ফলে রোনালদোকে বাধ্যতামূলকভাবে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে। আগামী রোববার আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার। এই ম্যাচ জিতলেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করবে পর্তুগাল।
ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, গুরুতর ফাউলের জন্য বিচারকদের কমপক্ষে দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করার কথা। হিংসাত্মক আচরণের জন্য নিষেধাজ্ঞাটি হবে কমপক্ষে তিন ম্যাচের। কনুই দিয়ে আঘাত করা সহ যেকোনো ধরনের আক্রমণের জন্যেও কমপক্ষে তিন ম্যাচ অথবা একটি উপযুক্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
এই নিষেধাজ্ঞা শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে প্রযোজ্য হবে, প্রাক-টুর্নামেন্ট প্রদর্শনী ম্যাচে নয়। এই কারণেই যদি পর্তুগাল পরের বছর বিশ্বকাপের টিকিট পায়, তবে রোনালদো দলের প্রথম ম্যাচটি মিস করার ঝুঁকিতে আছেন।
পর্তুগাল বর্তমানে গ্রুপ এফ-এর শীর্ষে রয়েছে। ১০ পয়েন্ট নিয়ে তারা হাঙ্গেরির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে। আয়ারল্যান্ড সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

স্পোর্টস ডেস্ক