বাংলাদেশ-ভারত ঝড়ে কেমন আছেন মুস্তাফিজ?
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা গড়িয়েছে অনেক দূর। বিষয়টি এখন আর শুধু ব্যক্তিগত পর্যায়ে নেই, রীতিমতো ঝড় চলছে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যুও পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এতসব ঝড়ের হাওয়া একটুও গায়ে লাগছে না মুস্তাফিজের।
রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলছেন মুস্তাফিজ। মাঠের খেলায় দারুণ ছন্দও দেখাচ্ছেন ফিজ। দলটির হয়ে দারুণ বোলিং করে যাচ্ছেন তিনি। ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স যেদিন স্কোয়াড থেকে ছেড়ে দিল ফিজকে, এর পর দিনই বিপিএলে ডেথ ওভারে অবিশ্বাস্য বোলিংয়ে, শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে দলকে জয় এনে দেন।
সেইদিন সংবাদ সম্মেলনে এসে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘বিন্দাস’ আছেন মুস্তাফিজ। বাহিরের কোনো ঝড় গায়ে লাগছে না তার।
এরপর এতো বিতর্কের মাঝেও গতকাল দারুণ বোলিংয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। এই ম্যাচ শেষে রংপুরের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও জানালেন, আইপিএল নিয়ে ভাবছেন না মুস্তাফিজ। আপাতত তার ভাবনা বিপিএল নিয়ে।
আশরাফুল বলেন, ‘মুস্তাফিজ একদমই চিল মুডে আছে। মুস্তাফিজ এগুলো নিয়ে একদমই চিন্তিত নয়। এখন বিপিএল খেলছে রংপুর রাইডার্সের হয়ে, এটাতেই মনোযোগী। এটার পরে আবার যে অ্যাসাইনমেন্ট আসবে, সেটায় মনোযোগ দিয়ে। অন্য লেভেলের একজন মানুষ।’
টি-টোয়েন্টি দারুণ কার্যকর মুস্তাফিজ। গত বছরটাও তার দারণ কেটেছে। ২০২৫ সালে ৪৩ ম্যাচে শিকার করেছেন ৫৯ উইকেট। বোলিংয়ে ছিলেন বেশ কিপ্টেও, ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.৭৮ রান। এমন একজন বোলারকে পাওয়া যেকোনো দলের জন্যই বড় প্রাপ্তি। আশরাফুলও সেটাই জানালেন।
আশরাফুল বলেন, ‘মুস্তাফিজ বিশ্ব চ্যাম্পিয়ন, এই ফরম্যাটের জন্য। মুস্তাফিজ যে কত গুরুত্বপূর্ণ বোলার যে কোনো দলের জন্য… আমাদের বড় সৌভাগ্য যে, মুস্তাফিজকে আমরা সরাসরি সাইনিং করাতে পেরেছিলাম। তাকে যে কারণে নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচেই সেই পারফরম্যান্স পাচ্ছি তার কাছ থেকে।’

স্পোর্টস ডেস্ক