ফুটবল বিশ্বকাপ ড্র
কেমন হলো রোনালদোদের গ্রুপ?
২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপরই জাতীয় দলের জার্সিটা যত্ন করে তুলে রাখবেন। ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জেতা হয়েছে রোনালদোর। এখন বাকি শুধু বিশ্বকাপ শিরোপা।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের জন কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ফাইনাল ড্র। সেখানেই নির্ধারিত হয়েছে দলগুলোর লড়াইয়ের ভাগ্য। এরপরই রোনালদো ভক্তদের মনে প্রশ্ন- শেষ বিশ্বকাপের গ্রুপ পর্বে কেমন লড়াই করতে হবে রোনালকে।
ড্রয়ে পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে। পট-১ থেকে এসেছে তারা। পট-২ থেকে তাদের সঙ্গী হয়েছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। পট-৩ থেকে এসেছে এশিয়ার দল উজবেকিস্তান। চতুর্থ দল এখনো নিশ্চিত নয়। প্লে-অফ খেলে ডিআর-কঙ্গো, জামাইকা বা নিউ ক্যালেডোনিয়ার মধ্যে কোনো একটি দল গ্রুপটিতে জায়গা করবে।
ফলে গ্রুপ পর্বে রোনালদোদের পরীক্ষা খুব একটা সহজ নয়। যদিও গ্রুপ পর্ব পার করতে তাদের খুব একটা বেগ পেতে হবে না। তবে, চ্যাম্পিয়ন না হয়ে রানার্স হয়ে গেলে কঠিন পরীক্ষায় পড়তে বাকি ম্যাচগুলোতে।
ফিফা র্যাঙ্কিং বলছে, পর্তুগাল আছে ৬ নম্বরে, কলম্বিয়া ১৩ আর উজবেকিস্তান আছে ৫০ নম্বরে। সেই হিসাবে রোনালদোদের সবচেয়ে কঠিন লড়াইটা হবে কলম্বিয়ার সাথেই। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মেও আছে কলম্বিয়া।
বাছাইপর্বে বেশ দাপট দেখিয়েছে তারা। সর্বশেষ কোপা আমেরিকায় চমকে দিয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে হাতছাড়া হয় শিরোপা।
অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে উজবেকিস্তান। এর আগে ২০০৬ বিশ্বকাপে সুযোগ এলেও সেবার প্লে-অফ খেলেও বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি তারা। এবার সেই সুযোগ পেয়েছে।
আগামী বছরের জুনে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর। ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপে খেলবে ৪৮টি দল। এর মধ্যে ৪২টি দল চূড়ান্ত হয়ে গেছে ইতোমধ্যে। বাকি ৬টি দল আসবে প্লে-অফ খেলে।

স্পোর্টস ডেস্ক