আরও এক রেকর্ডে রোনালদোর পাশে এমবাপ্পে
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের আদর্শ মানেন কিলিয়ান এমবাপ্পে। রোনালদোর মতোই গতি, মাঠের বামপ্রান্ত দিয়ে প্রতিপক্ষকে তছনছ করে দেওয়ায় এমবাপ্পের জুড়ি নেই। ছোট থেকেই স্বপ্ন দেখতেন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন, যে জার্সিতে খেলেছেন রোনালদো। এমবাপ্পে এখন খেলছেন রিয়ালে, স্পর্শ করেছেন রোনালদোর একটি রেকর্ডও।
রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন এমবাপ্পে। লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া সর্বশেষ ম্যাচটিতে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন। তবে, রিয়ালের হয়ে রোনালদো ৯ মৌসুমে এটি পূরণ করেছেন পাঁচবার।
দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতা দিয়ে মাদ্রিদে রোনালদোর কয়েকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন এমবাপ্পে। সম্প্রতি রিয়ালের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে চার গোল করার কৃতিত্ব অর্জন করেছেন এমবাপ্পে। গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে এই তারকা একাই চার গোল করেছেন । ম্যাচটিতে রিয়াল ৪-৩ গোলে জয়ী হয়। ২০১৫-১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদো চার গোল করেছিলেন।
সেই ম্যাচে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙেছেন এমবাপ্পে। মাত্র ৭ মিনিটে এমবাপ্পে হ্যাটট্রিক পূরণ করেন। মালমোর বিপক্ষে ম্যাচটিতে রিয়াল ৮-০ গোলে জয়ী হয়েছিল এবং সিআরসেভেন হ্যাটট্রিক করেছিলেন ১১ মিনিটে।

স্পোর্টস ডেস্ক