মায়ামিতে একসঙ্গে খেলবেন মেসি-রোনালদো?
ফুটবল দুনিয়ায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বড় দ্বৈরথ দেখেনি চলতি শতাব্দী। কে সেরা সেই তর্কে ভাটা পড়লেও আবেদন কমেনি এতটুক। ইউরোপ ছেড়ে দুজনই এখন দুই মহাদেশে। মুখোমুখি হওয়ার সম্ভাবনাও যেখানে ক্ষীণ, সেখানে তৈরি হয়েছে এক দলে খেলার সম্ভাবনা।
বাতাসে ভাসছে, ইন্টার মায়ামিতে রোনালদোর যোগ দেওয়ার কথা। যেখানে আগে থেকেই আছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর বরাতে গোল ডটকম জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে কথা বলতে ইতোমধ্যে নিজের এজেন্টকে নির্দেশ দিয়েছেন সিআরসেভেন।
বিষয়টি নিয়ে অবশ্য আছে মতভেদ। মুন্ডো দেপোর্তিভো এই প্রতিবেদন যেদিন প্রকাশ করেছে, ২৮ ডিসেম্বর দিনটি স্পেনে ‘এপ্রিল ফুল ডে’ হিসেবে পালিত হয়। অধিকাংশের মতে, মেসি-রোনালদোর এক দলে খেলার বিষয়টিও এপ্রিল ফুলেরই অংশ।
খেলোয়াড় হিসেবে প্রবল দুই প্রতিদ্বন্দ্বী সম্মান করেন দুজনকেই। বিভিন্ন সময়েই একে অপরের প্রতি সম্মান দেখান নিজেদের বক্তব্যে। দুজনের কথাতেই মিল আছে। তাদের মতে, বন্ধু না হলেও বৈরিতাও নেই। বরং এই প্রতিদ্বন্দ্বিতা তাদের চূড়ায় উঠতে সাহায্য করছে।
বয়সের বাধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুজনই এখনও খেলছেন, এমনকি গোল-অ্যাসিস্টও করছেন নিয়মিতই। ৩৮ বছর বয়সী মেসি বর্তমানে ইন্টার মায়ামি ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছেন। আর ৪০ বছর বয়সী রোনালদো আল-নাসেরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ।

স্পোর্টস ডেস্ক